জনাব নাসরিন আক্তার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে মহাপরিচালক পদে যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন।
বিসিএস (প্রশাসন) ৭ম ব্যাচের একজন সদস্য হিসাবে জনাব নাসরিন আক্তার ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগে সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব); শিক্ষামন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব; নারায়ণগঞ্জ জেলায় আড়াইহাজার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা; স্বরাষ্ট্র এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব; মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা এর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮০ সালে ইংরেজী বিষয়ে বি.এ. (সম্মান) ও ১৯৮৩ সালে এম.এ. ডিগ্রি অর্জন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে আইন ও প্রশাসন বিষয়ক কোর্স, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভার থেকে ফাউন্ডেশন কোর্স, ম্যানেজিং এট দ্যা টপ বা ম্যাট কোর্স (MATT), সুপার ম্যাট (Super MATT), এসিএডি কোর্স এবং সিনিয়র স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের রিপা ইন্টারন্যাশনাল হতে নারীদের জন্য ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন, ডেনমার্ক থেকে প্রকল্প এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জনসহ অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ও থাইল্যান্ডের এআইটি থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেন। এছাড়াও তিনি শ্রীলংকা, আমেরিকা, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালিসহ বিভিন্ন দেশে শিক্ষাসফরে অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী।