জনাব মোহাম্মদ আবুল কাসেম জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে ১২ নভেম্বর, ২০১৮ তারিখে মহাপরিচালক পদে (সরকারের ভারপ্রাপ্ত সচিব) যোগদান করেন। এ পদে যোগদানের পূর্বে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে কর্মরত ছিলেন।
বিসিএস (প্রশাসন) ৭ম ব্যাচের একজন সদস্য হিসাবে জনাব মোহাম্মদ আবুল কাসেম ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, পাবনা ডেপুটি কমিশনারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি), নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা; চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর জেলা এবং বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেনারেল সার্টিফিকেট অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনারের অফিস, সিলেট; জেষ্ঠ্য সহকারী কমিশনার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনারের অফিস, চট্টগ্রাম; উপজেলা নির্বাহী অফিসার, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম জেলা, কলমাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলা এবং রাঙ্গুনিয়া উপজেলা চট্টগ্রাম জেলাসহ প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে চট্টগ্রাম সিটি করপোরেশনে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার এবং উপসচিব হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।